একদিকে আমরা ভোগবাদী সমাজ তৈরি করব, মানুষকে
স্বার্থপর হতে শেখাব আর অন্যদিকে সেই মানুষের কাছে চাইব সে নিজের বর্তমানের নয়, অজানা
ভবিষ্যতের কথা ভেবে ভোট দিক। আচ্ছা এই ভবিষ্যৎ কী সেই স্বর্গ সুখ নয় যা মানুষ
বিশ্বাস করে, কিন্তু কখনই নিশ্চিত হতে পারে না! তাছাড়া গণতন্ত্র একজন মানুষকে যেমন
ভোটের অধিকার দিয়েছে ঠিক তেমনি ভাবে তার চেয়ে চতুর আরেক জনকে দিয়েছে এই মানুষটাকে ম্যানিপুলেট
করার, তাকে বোকা বানানোর অধিকার। তাছাড়া বর্তমানে গণতন্ত্র তো হাতে গণা কয়েকজন
মানুষের সারা পৃথিবীকে পদানত রাখার অধিকার। তাই কেউ কেউ ভোট ভোট খেলে মানুষকে
ক্ষণিকের জন্য হলেও নিজেদের গুরুত্বপূর্ণ ভাবার সুযোগ দেয়, কেউ কেউ সেটাও করে না,
নিজেদের মর্জি জনতার খায়েশ বলে চালিয়ে আত্মসন্তুষ্টিতে ভোগে।
দুবনা, ৩০ মে ২০১৯
No comments:
Post a Comment