Sunday, May 5, 2019

শুভ জন্মদিন!


গৌতম বুদ্ধ ঈশ্বরকে অস্বীকার করে এক সময় মুক্তির পথ দেখান, পরে তাঁর অনুসারীরা তাঁকে ভগবানের আসনে বসায়। কার্ল মার্ক্সও মানুষকে অর্থনৈতিক মুক্তির পথ দেখান। তাঁর অনেক অনুসারীর কাছেই তিনি ভগবান তুল্য। এখানেই হয়তো মহৎ ব্যক্তিদের বিড়ম্বনা। তাঁরা চান মানুষের সার্বিক মুক্তি। অর্থনৈতিক মুক্তি, কুসংস্কার থেকে মুক্তি। কিন্তু সাধারণ মানুষ তাদের নামেই বিভিন্ন কুসংস্কার গড়ে তোলে। এ সব মহামানব নিজেদের সাধারণ মানুষের একজন মনে করলেও অতি উৎসাহীরা তাদের অতিমানবে পরিনত করেন। তাঁদের জীবনের ব্যর্থতাগুলো নিয়ে বলা নিষিদ্ধ হয়, থাকে শুধুই সাফল্যের গাঁথা। অনুসারীরা তাই সাফল্যের পেছনে কষ্ট আর শ্রম দেখতে পায় না, দেখে অলৌকিক শক্তির হাত। ফলে শিক্ষাটা এক সময় ডগমায় পরিণত হয়। তাঁদের শিক্ষা পথ হারায়, যদিও তাঁরা নিজেরা দূর আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে আলো ছড়ান, হয়তো বা হাসেন আমাদের কর্মকাণ্ড দেখে।
শুভ জন্মদিন কমরেড!    
দুবনা, ০৫ মে ২০১৯ 



No comments:

Post a Comment