সত্তরের
দশকে স্কুল লাইফে যখন হেমন্ত না মান্না বাংলা আধুনিক গানের সম্রাট এই বিতর্কে আমরা
বন্ধুরা লিপ্ত ঠিক তখনই বৃষ্টির কাছ থেকে কান্না শিখে সুবীর নন্দীর আগমন। দেশ
ছাড়ার পর রবীন্দ্র সঙ্গীত ছাড়া বাংলা গান তেমন আর শোনা হয়নি অনেক দিন। পিঙ্ক
ফ্লয়েড, বিটলস এর সাথে আসে ভারতীয় ক্লাসিক্যাল মিউজিক। এসবই হয়তো আমাদের তখনকার মস্কো
জীবনের বিশেষ পরিবেশের কারণে। ফেস বুকের কল্যাণে ইদানীং আবার বন্ধুদের শেয়ার করা
বাংলা গান শোনা হয়। মাঝে মধ্যে পাই সুবীর নন্দীর গানও। গানের মধ্য দিয়েই গড়ে ওঠে
এক ধরণের আত্মিক যোগাযোগ। আজ উনি আকাশ যাত্রী হলেন আর আমাদের জন্য রেখে গেলেন
অসংখ্য প্রিয় গান, প্রিয় মুহূর্ত। এটাই হয়তো চলে গিয়েও থেকে যাওয়া। আপনি আছেন!
দুবনা, ০৭ মে ২০১৯
দুবনা, ০৭ মে ২০১৯
No comments:
Post a Comment