মানুষ মনে হয় পৃথিবীতে সবচেয়ে সাম্যবাদী জীব। নিপুন গৃহিনী যেমন শ্বেত পাথরের মেঝে বা চক্চকে মসৃন টেবিল থেকে ধুলোর কণা ঝেঁটিয়ে বিদায় করে উপরের মানুষগুলোও ঠিক তেমনি নীচের কেউ মাথা তুললে নির্দ্বিধায় সেটা কেটে ফেলে। শুধু গুরুরা কেন, তার সাগরেদরা পর্যন্ত প্রতিযোগিতায় নাম কে কার আগে নিজেদের মধ্যে থেকে তোলা সেই উঁচু মাথাটি নিচু করে দেবে। আচ্ছা ইউনিফর্ম প্লাজমার দ্রবণে যদি কোন অসাম্য দেখা না দিতো তাহলে কি গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র এসবের জন্ম হত? জন্ম হতো কি এই মানুষের, বা সাধারণ মানুষকে যারা অবয়বহীন মাংসপিণ্ড মনে করে সেই সব ওপরোয়ালাদের?
মস্কো, ০১ এপ্রিল ২০১৯
No comments:
Post a Comment