Tuesday, April 23, 2019

পা


সোমবার ক্লাস নেওয়া ছাড়া আমার কোন রুটিন মাফিক কাজ নেই। অফিসে গেলে যেতেও পারি, না গেলে বাসায় বসেই পড়াশুনা  বা লেখালেখি করতে পারি। গবেষণার এই একটা সুবিধা। আগে অনেক কাজ লাইব্রেইরীতে করতে হত, এখন ইন্টারনেটের কল্যাণে বাসায়ই সে কাজ করা যায়।
ঘুম ভাঙল বেশ ভোরে (আজকাল সূর্য বাবু নিদ্রাহীনতায় ভুগছেন। তাই আমার ঘুমুতে যেতে যেতে প্রায়ই ভোর হয়ে যায়। উঠি তাই দেরি করে)। বাইরে গাছের মাথায় রোদ খেলছে। পাখির ডাক।  ছোটবেলার দিনগুলো ফিরে এসেছে। সব আছে, শুধু বাঁশঝাড়ের সেই শব্দ ছাড়া।  হঠাৎ মনে পড়ল পাতাদের কথা। ওরা এখন একটু একটু করে উঁকি দিয়ে দেখছে পৃথিবীর আলো। মাত্র ক’দিন আগে দুটো ম্যাক্রো রিং কিনেছি ওদের আগমনকে ধরে রাখব বলে।  
ভাবতেই পা’টা বেঁকে বসলো। জানিয়ে দিলো ও কোন অবস্থাতেই এখন ক্যামেরার ভার বইতে রাজি নয়। কী আর করা?
পা মাথায় উঠলে এমনই হয়!


দুবনা, ২৪ এপ্রিল ২০১৯ 



               

No comments:

Post a Comment