শেষ পর্যন্ত ক্রিস্টিনার গান শোনা হলো। আজ প্লেখানভ ইনস্টিটিউটের কংগ্রেস হলে স্ভেসনিকভ রাশান স্টেট একাডেমিক কোরাসের "কারমিনা বুড়ানা" দেখলাম। অনেক দিন থেকেই বলছে যেতে, তবে বলশয় থিয়েটার বা ক্রেমলিনে টিকিটের দাম খুব বেশি হওয়ায় এই অপেক্ষা। ভালোই লাগলো। এর আগে গান শুনতে গেলে শুধু গানই শুনতাম, এবার বার বার ক্রিস্টিনাকেও দেখছিলাম। সেই সাথে মনে পড়ছিলো ফেলে আসা দিনগুলোর কথা যখন প্রায় প্রতিদিনই এ রাস্তায় হেঁটে রাতের খাবার খেতে যেতাম রুমা-সুষ্মির ঘরে। এখন অবশ্য সব বদলে গেছে। সময় সব গ্রাস করে। স্মৃতিও।
মস্কো, ১৯ এপ্রিল ২০১৯
No comments:
Post a Comment