এই ৪৫৪ কোটি বছরের বুড়ি পৃথিবীটা ৫৭০ কোটি বছরের বৃদ্ধ সূর্যের সাথে গতকালের মতই
আজও খুনসুটি করবে। আজকে রাতের আঁধারে ডুবে যাওয়া সূর্য কাল সকালে ঠিকই ঘুম থেকে
উঠে পথ চলতে শুরু করবে আর সারা দিনের কাজের শেষে আবার ঘুমিয়ে পড়বে। পাখীরা গাইবে,
ফুল ফুটবে, নদী ছুটবে সাগর পানে - ঠিক যেমনটা করে আসছে প্রাগৈতিহাসিক যুগ
থেকে। শুধু বাংলার মানুষ মেতে উঠবে নববর্ষ পালনে। কেমন
হবে নববর্ষ? ঠিক তেমনটি যেমনটি আমরা তাকে
গড়ে তুলেছি বিগত দিনের কাজেকর্মে, ঠিক তেমনটি যেমনটি আমরা তাকে গড়ে তুলব আগামী
দিনের কাজকর্ম, চিন্তাভাবনা দিয়ে। এই পৃথিবী আমাদের, এই প্রকৃতি, এই পরিবেশ – সবই আমাদের।
আসুন আমরা সবাই মিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সুন্দর পৃথিবী গড়ে
তুলি। সুখ, শান্তি, কল্যাণ – এসব আকাশ থেকে পড়ে না, ত্যাগ আর পরিশ্রমের মাধ্যমে
অর্জন করতে হয়। নববর্ষে আপনাদের সবার সুন্দর পৃথিবী গড়ে তোলার আগ্রহের সৃষ্টি হোক
এই কামনা করি। শুভ নববর্ষ।
দুবনা, ১৪
এপ্রিল ২০১৯
No comments:
Post a Comment