দিদি ফোন করল। প্রনবের হাতে বই আর ওষুধ পাঠিয়েছে।
- ভাই তাবিজটা পাঠাতে ভুলে গেছি।
আমি তো খুশিতে আটখানা।
- খুব ভালো করেছিস। তোদের আর কাজ নেই খেয়েদেয়ে।
মনে পড়ল ছোটবেলার কথা।
- তোর মনে আছে আমি ছোট বেলায় বিছানায় পেচ্ছাব করতাম। মা তাই একটা তাবিজ এনে দিয়েছিলেন।
- হ্যাঁ। খুব মনে আছে।
- আমি কিন্তু ওটা পড়িনি। সিংহের গলায় ঝুলিয়ে দিয়েছিলাম।
- সিংহ না হরিণ?
- সে তো ছিল জ্যান্ত হরিণের মাথা। আর আমি ঝুলিয়েছিলাম রথের মেলা থেকে কেনা মাটির সিংহের গলায়।
- হ্যাঁ, মনে পড়েছে।
- তবে এটাও ঠিক, ওই সিংহ কোন দিনই আমাদের বাছানায় পেচ্ছাব করেনি।
No comments:
Post a Comment