Wednesday, April 10, 2019

শিক্ষা


আমার ছোটবেলায় জ্যাঠামশাই তামাক খেতেন, তবে খেতেন লুকিয়ে লুকিয়ে যাতে আমরা ছোটরা দেখতে না পাই। দাদারাও তাই করত। কারো সম্পর্কে কোন সমালোচনা করতে হলে আমাদের ছোটদের ঘর থেকে চলে যেতে বলতেন বড়রা। এটা ছিল স্বাভাবিক শিক্ষার একটা প্রক্রিয়া। এখন মনে হয় কেউই এসবের ধার ধারে না। রাজনৈতিক বা ধর্মীয় নেতারা প্রকাশ্যেই প্রতিপক্ষকে অশ্লীল ভাষায় আক্রমণ করে। তাদের প্রধান অস্ত্র হচ্ছে ঘৃণা। প্রতিপক্ষকে ঘৃণা কর আর নিজেদের নেতাদের অন্ধভাবে ভক্তি কর।  ভালবাসার কোন স্থান নেই সেই শিক্ষায়। আর যেখানে ভালোবাসা নেই সেখানে দেশপ্রেম, মানবপ্রেম এসব তো প্রলাপ।   
দুবনা, ১০ এপ্রিল ২০১৯

 

No comments:

Post a Comment