Sunday, April 21, 2019

বিচার ও বিচারহীনতা

যদিও বিভিন্ন দেশের সরকার কায়েমী স্বার্থের  কারণে কিছু কিছু অপরাধ থেকে চোখ সরিয়ে নেয়, বিচারহীনতা পরিণামে সরকার ও প্রশাসনকেই দুর্বল করে। এতে
সরকার ও প্রশাসন জনগণের আস্থা হারায়।
অপরাধীরা অপরাধ করার লাইসেন্স পেয়ে যায় ও বিভিন্ন পর্যায়ে সরকার ও প্রশাসনকে স্যাবোটাজ করে।
তাই যেকোনো ধরণের বিচারহীনতা শেষ বিচারে রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন করে। তাই অন্ততঃ আলোড়ন সৃষ্টিকারী বিভিন্ন অপরাধে (নুসরাত ধর্ষণ ও হত্যা)  বাদী ও বিবাদী নিজেদের মধ্যে আপোষ করলেও সরকারের উচিৎ নিজে বাদী হয়ে এসব অপরাধের বিচার সম্পন্ন করা। সরকারের মনে রাখা উচিৎ অপরাধীর কোনো দল নেই, ধর্ম নেই, জাত নেই, বর্ণ নেই। তার একটাই পরিচয়, সে অপরাধী। অন্য সব পরিচয় বাদ নিয়ে শুধু কৃত অপরাধের জন্যই  তার বিচার করা দরকার। একমাত্র সেটাই দেশকে বর্তমানের নৈরাজ্য থেকে বাঁচাতে পারে। ১০০ দিনে কয়েক শ ধর্ষণ, খুন, ভূমি দখল, সংখ্যালঘুদের বাড়িঘর পোড়ানো  - এর একটাই অর্থ - সমাজ  গভীরভাবে অসুস্থ। অসুস্থ, অপরাধপ্রবণ, আইনকে বুড়া আঙ্গুল দেখিয়ে চলে এমন মানুষ দিয়ে আর যাই হোক উন্নত ও আধুনিক দেশ গড়া যায় না।     


মস্কো, ২২ এপ্রিল ২০১৯



No comments:

Post a Comment