Tuesday, April 23, 2019

আধুনিকতা


একটা সময় ছিল যখন মানুষ গুহায় বাস করত, পশুপাখি শিকার করে খেত। একটা সময় ছিল যখন মানুষ সমতল পৃথিবীতে বাস করত আর তার চারিদিকে ঘোড়ায় টানা রথে চড়ে সূর্য আপন মনে ঘুরে বেড়াতো পুব থেকে পশ্চিমে। এখন আর আমরা ঘোড়ায় চড়ে এখানে সেখানে যাই না, যাই গাড়িতে বা উড়োজাহাজে। এখন আমরা দিনের পর দিন চিঠির জন্য অপেক্ষা করি না, ইচ্ছে করলে মুহূর্তের মধ্যেই পৃথিবীর অন্যপ্রান্তে বসে থাকা বন্ধুর সাথে কথা বলতে পারি। পৃথিবী থেকে ট্রিলিয়ন মাইল দূরের ব্ল্যাক হোলের (!) ছবি তুলতে পারি। আর এ সবই সম্ভব হয়েছে বিজ্ঞানের অগ্রযাত্রার কারণে, দীর্ঘ দিনের প্রচলিত বিশ্বাসকে প্রশ্ন করে। তাই যারা ভাবেন হাজার বছরের পুরনো বিশ্বাসে অবিচল থেকে আধুনিক সমাজ গড়ে তুলবেন –তারা বোকার স্বর্গে বাস করছেন। আসুন, আধুনিক হই, মানবিক হই। শুধুমাত্র ডিভাইস বদলালে আধুনিক হওয়া যায় না, আধুনিক হতে হলে নিজের চিন্তাভাবনাকে বদলাতে হয়, নিজেকে বদলাতে হয়।
দুবনা, ২৪ এপ্রিল ২০১৯   

         

No comments:

Post a Comment