সূর্য সবাইকে সমানভাবে আলো দেয় কিন্তু আমরা মানুষেরা সেটাকে সমানভাবে ভাগ করে নিই না। রাজারা, যারা মানুষের কাছাকাছি থাকেন তাঁরা সেটা দেখেন, জানেন, তা থেকে শিক্ষা নেন। তাই মানুষের কাছে সুষম বণ্টনের প্রত্যশা না করে বিতরণটাই অসম করেন। দেওয়া নেওয়ার এই হিসাব দুরত্বের বর্গের ব্যস্তানুপাতিক - ঠিক আলো বা মাধ্যাকর্ষণ শক্তির মতই। এমনকি আইনের শাসনটাও এ নিয়মেই চলে।
No comments:
Post a Comment