সব প্রশ্নে অধিকার ছাড়তে ছাড়তে
একদিন দেখলাম আমি একা। চারিদিকে আকাশসম উঁচু দেওয়াল। আলো, বাতাস, স্বপ্ন সব, সব
রয়ে গেছে দেওয়ালের বাইরে। এখন শুধুই প্রতীক্ষা। মৃত্যুর জন্য যন্ত্রণাময় অন্তহীন
প্রতীক্ষা। সময় মত প্রতিবাদ না করার, মাথা তুলে না দাঁড়ানোর যোগ্যতম শাস্তি।
দুবনা, ১১ এপ্রিল ২০১৯
No comments:
Post a Comment