Tuesday, April 23, 2019

স্বর্গ


পাপ, স্বর্গে যেতে হলে কি করা দরকার?
মিথ্যে গল্পে বিশ্বাস করা আর মিথ্যে বলা দরকার।
মানে?
মানে আর কি? যারা সত্যের সন্ধানী তারা স্বর্গ, ঈশ্বর এ সব কিছুর অস্তিত্ব নিয়ে প্রশ্ন করে। বিশ্বাস নয়, যুক্তি দিয়ে সব কিছু গ্রহণ করে।
কিন্তু বিশ্বাস করার জন্য মিথ্যে বলতে হবে কেন?
সমস্যা হল, তারা যেসব বিশ্বাস করে, তা কাল্পনিক, অবৈজ্ঞানিক। যা কাল্পনিক, যা অবাস্তব – তার সত্যতা প্রশ্নসাপেক্ষ। তাই স্বর্গ লাভের জন্য যারা “সদা সত্য কথা বলবে” বলে, তারা আসলে নিজেদের কথারই বিরুদ্ধাচারন করে।     

দুবনা, ২৩ এপ্রিল ২০১৯






No comments:

Post a Comment