দাদা, খবর
জানেন? দেশে তো পরীক্ষা তুলে দিলো!
তাই? ভালো তো!
ভালো মানে? আপনি এটা ভালো মনে করেন?
দেখো, পরীক্ষা তুলে দিলেই যে লেখাপড়ার মান উন্নত হবে সেটা আমি হলফ করে বলতে পারব না। তবে পরীক্ষা না থাকলে প্রশ্নপত্র ফাঁস হওয়া যে বন্ধ হবে এতে কোন সন্দেহ নেই। এতদিন পড়াশুনা হত না তবে প্রশ্নপত্র ফাঁস হত। এখন অন্তত একটা সমস্যার সমাধান হবে। সেটা সরকারের জন্য ভালো। আর যদি পড়াশোনার মানটাও উন্নত হয়েই যায়, সেটা হবে বোনাস! আসলে জান কি, দেশ একটা বিরাট মেশিন। কলমের খোঁচায় যেকোন কাজ শুরু করা যায়, তবে সেই মেশিন পুরাদমে কাজ করতে শুরু করতে অনেক সময় লেগে যায়। আর তখনই বোঝা যায় সেই সংশোধনীর ফলটা কেমন। কোন কারণে সেটা ফেল করলে মেশিন বন্ধ করতে আবার অনেক সময় কেটে যায়। আর এটা লাখ লাখ ছেলেমেয়ের ভাগ্য নিয়ে খেলা। তাই এ ধরণের দাওয়াই দেওয়ার আগে একবার নয়, দশবার ভাবা দরকার।
তাই? ভালো তো!
ভালো মানে? আপনি এটা ভালো মনে করেন?
দেখো, পরীক্ষা তুলে দিলেই যে লেখাপড়ার মান উন্নত হবে সেটা আমি হলফ করে বলতে পারব না। তবে পরীক্ষা না থাকলে প্রশ্নপত্র ফাঁস হওয়া যে বন্ধ হবে এতে কোন সন্দেহ নেই। এতদিন পড়াশুনা হত না তবে প্রশ্নপত্র ফাঁস হত। এখন অন্তত একটা সমস্যার সমাধান হবে। সেটা সরকারের জন্য ভালো। আর যদি পড়াশোনার মানটাও উন্নত হয়েই যায়, সেটা হবে বোনাস! আসলে জান কি, দেশ একটা বিরাট মেশিন। কলমের খোঁচায় যেকোন কাজ শুরু করা যায়, তবে সেই মেশিন পুরাদমে কাজ করতে শুরু করতে অনেক সময় লেগে যায়। আর তখনই বোঝা যায় সেই সংশোধনীর ফলটা কেমন। কোন কারণে সেটা ফেল করলে মেশিন বন্ধ করতে আবার অনেক সময় কেটে যায়। আর এটা লাখ লাখ ছেলেমেয়ের ভাগ্য নিয়ে খেলা। তাই এ ধরণের দাওয়াই দেওয়ার আগে একবার নয়, দশবার ভাবা দরকার।
দুবনা, ৩১
মার্চ ২০১৯
No comments:
Post a Comment