যখনই
আমরা অগ্নিকান্ড বা এ ধরণের দুর্যোগের সম্মুখীন হই, তখনই নতুন করে প্রমাণ পাই
আমাদের উন্নতি কতটা একপেশে। টাকা দিয়ে দালানকোঠা, গাড়িঘোড়া, ডিগ্রী – এসব কেনা
যায়, কিন্তু শিক্ষা, আচার ব্যবহার, সংস্কৃতি এসব কেনা যায় না। টাকা দিয়ে আমরা শুধু
নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য, আরাম আয়েশ কিনি, কিন্তু নিরাপত্তা কিনতে চাই না।
নিজেদের লোভের বলি হই বার বার। গ্রামে যেমন এক কৃষক জমির সীমানাটা অন্য কৃষকের
জমির দিকে ঠেলে দেয়, পারলে শহরেও হয়তো এক মালিক তার বিল্ডিঙের কিছু অংশ পাশের বাড়িতে তুলতে পিছপা হত না। ফলে
ঢাকার বিল্ডিংগুলো যেন রিলিফের লাইনে দাঁড়ানো মানুষ – যারা একে অন্যের গা লেপটে
জড়িয়ে আছে। না আছে অ্যাম্বুলেন্স ঢোকার রাস্তা, না ফায়ার সার্ভিসের গাড়ির কাজের
জায়গা। সাথে আছে উৎসাহী জনতার ভিড়। শহরের
অধিবাসী হলেও আমরা এখনো পর্যন্ত সেই গ্রামের মানুষটিই রয়ে গেছি। টাকা পয়সা
উপার্জনে প্র্যাগ্মাটিক হলেও অন্য প্রায় সব ব্যাপারেই সেই গ্রাম্য মানুষটি যে
জন্ম, মৃত্যু থেকে শুরু করে সব কিছুর ভার নিয়তির উপর ছেড়ে দিয়ে দিব্যি আরামে আছে।
আর কতকাল আমরা এই পরস্পর বিরোধী চরিত্র নিয়ে উন্নতির বয়ান গাইব?
দুবনা,
২৮ মার্চ ২০১৯
No comments:
Post a Comment