আমার একটা আকাশ ছিল
ঘন নীলে নীল
মেঘের ঘুড়ি উড়িয়ে সময়
কাটতো অনাবিল
আমার একটা নদী ছিল
মেঘের ঘামে ভরা
ছুটত সে যে সাগর পানে
লাগাম বিহীন ঘোড়া
আমার একটা মাঠ ছিল
হলদে রঙে আঁকা
দৌড়ে যেতাম মাঠের বুকে
রাস্তায় আঁকাবাঁকা
আমার অনেক বাতাস ছিল
সাদা ঘোড়ায় চেপে
ওদের দেখলে রোগের আত্মা
ভয়ে উঠত কেঁপে
এখন শুধুই জনারণ্য
বিশাল দলান কোঠা
আকাশ নদী মাঠ আর বাতাস
পালিয়ে গেছে কোথা?
দুবনা, ১৪ মার্চ ২০১৯
দুবনা, ১৪ মার্চ ২০১৯
No comments:
Post a Comment