Wednesday, March 6, 2019

ভাবনা


দাদা, যাই বলেন আমরা বাঙ্গালীরা কিন্তু খুব স্বার্থপর জাতি।
তাই? তা হঠাৎ তোমার এমন মনে হচ্ছে কেন?
দেখেন না, আমরা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝি না।
সেটা সবাই করে, শুধু আমরা বাঙ্গালীরাই নই।  
তারপরেও আমরা একটু বেশি করি। বিশেষ করে অন্যকে বাঁশ দিতে আমাদের জুরি নেই।
এই দেখ, তুমিই কিন্তু বললে অন্যকে বাঁশ দেওয়ার কথা। তার মানে আমরা কিছুটা হলেও অন্যকে নিয়ে ভাবি। আমার তো মনে হয় আমরা নিজেদের চেয়ে অন্যদের নিয়েই বেশি ভাবি। আমাদের কি আছে বা নেই সেটা বড় কথা নয়; ভারত, পাকিস্তান, অ্যামেরিকা, রাশিয়া এদের কি আছে বা নেই সেটা নিয়েই আমরা আনন্দে লাফাই। এমনকি আমরা নিজেরা যে দোষে দোষী, নিজেদের মধ্যে না খুঁজে আমরা অন্যের ভেতর সেটা খুঁজি। তাই আমরা যে অন্যদের নিয়ে ভাবি না সেটা ঠিক নয়, খুব ভাবি। মাঝে মধ্যে বরং এতো বেশ ভাবি যে নিজেদের ভালমন্দ নিয়ে ভাবার সময় পর্যন্ত পাই না। প্রতিবেশীরা ভালো থাকলে নিজেদের খুশি হওয়াটাই শ্রেয়, কারণ তখন আর যাই হোক ওদের সমস্যা নিয়ে নিজেদের মাথা ঘামাতে হবে না, ওদের নির্ঘুম রাত আমাদের নিদ্রার ব্যাঘাত ঘটাবে না। তবে আমাদের অনেকেই প্রতিবেশির বিপদে খুশি, কারণ তাতে তুলনামূলক ভাবে নিজের অবস্থানটা দেখতে ভালো দেখায়, কিন্তু আমরা ভাবি না যে ওদের বিপদ দেওয়াল টপকে আমাদের বাড়িতে চলে আসতে পারে।   
দুবনা, ০৬ মার্চ ২০১৯ 



No comments:

Post a Comment