নিউ জিল্যান্ডে ইসলাম ধর্মাবলম্বীদের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমনের বিরুদ্ধে সবাই সোচ্চার। এটাই স্বাভাবিক। বাংলাদেশেও সবাই এই ঘটনার নিন্দা করছে। আমার বিশ্বাস আমাদের পাশের বাড়িতে যখন মন্দির বা প্যাগোডা বা গির্জা আক্রান্ত হয়, এসব ধর্মের মানুষ শুধু ধর্মীয় কারণে আক্রমনের শিকার হয় তখনও যদি আমরা একইভাবে সোচ্চার হতে পারি শুধু তখনই এধরণের সন্ত্রাসী ঘটনাকে সত্যিকার অর্থে রুখে দাঁড়াতে পারব। সন্ত্রাসবাদের কোন ধর্ম নেই, যে অজুহাতেই করা হোক না কেন সন্ত্রাস সন্ত্রাসই, মানবতা বিরোধী। এটা আমাদের দেশের জন্য যেমন সত্য, তেমনি সত্য অন্য যে কোন দেশের জন্য, অন্য যে কোন ধর্মের জন্য। আসুন আমরা নিজেদের থেকেই শুরু করি।
No comments:
Post a Comment