অনেক দিন আগে বন্ধু
ফিওদর এক গল্প শুনিয়েছিল। কোত্থেকে যেন পড়া। লেখকের নাম বলেছিল, মনে নেই এখন।
শয়তান এক যুবককে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে খারাপ কাজ করার জন্য, কিন্তু সে কিছুতেই
শয়তানের দলে ভিড়ছে না। কোন ভাবেই তাকে দলে টানতে না পেরে শেষ পর্যন্ত শয়তান তার
প্রিয়াকে হত্যা করে যদি সেই ক্ষোভে সে শয়তানকে আঘাত করে হত্যা করার জন্য। শয়তান তো
ঘৃণার উদ্রেক করতেই চায় আমাদের মনে।
আজ ক্রাইস্টচার্চে আবার একদল নিরীহ মানুষ খুন হল। ঘৃণা আর অসহিষ্ণুতা ছড়িয়ে দিতে চায় যারা তারা আবার আমাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিল। পারব কী আমরা ঘৃণাকে জয় করতে, অসহিষ্ণু এই পৃথিবীতে মাথা ঠাণ্ডা রাখতে?
দুবনা, ১৫ মার্চ ২০১৯ আজ ক্রাইস্টচার্চে আবার একদল নিরীহ মানুষ খুন হল। ঘৃণা আর অসহিষ্ণুতা ছড়িয়ে দিতে চায় যারা তারা আবার আমাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিল। পারব কী আমরা ঘৃণাকে জয় করতে, অসহিষ্ণু এই পৃথিবীতে মাথা ঠাণ্ডা রাখতে?
No comments:
Post a Comment