Sunday, March 3, 2019

সলিডিটি


আমার অভ্যেস শীত গ্রীষ্ম সব সময়ই ব্যালকনির দরজা খুলে ঘুমানো। আজ গভীর রাতে হঠাৎ ঘুম গেলে ভেঙ্গে শীতল কিসের যেন স্পর্শে। অবাক হয়ে ভাবলাম মেটালিক রড এলো কোত্থেকে বিছানায়! আড়মোড়া ভেঙ্গে দেখি ওটা রড নয়, ঠাণ্ডায় জমে যাওয়া আমার হাড্ডি।
ছাত্রজীবনে বন্ধুরা প্রায়ই অভিযোগ করত আমি নাকি বাচ্চা ছেলেই রয়ে গেলাম। জীবনে সলিডিটি এলো না।
যাকগে, শেষ পর্যন্ত একটু হলেও সলিড হওয়া গেল! সাবাশ!
দুবনা, ০৩ মার্চ ২০১৯


No comments:

Post a Comment