সে অনেক দিন আগের কথা
এতই আগের যে মনে হয় অন্য জীবনে
অন্য দেশে .......
অপ্সরা আর কিন্নরদের মতো
আমরা তখন বাস করতাম স্বর্গ রাজ্যে
সেই স্বর্গে কোনো এক সন্ধ্যায়
যখন রুপালি চাঁদটা ভাসতে ভাসতে
হঠাৎ আটকে গেছিলো
শরতের সোনারঙা বার্চের মাথায়
তুমি বললে, যদি বলতে পারো
শুক্লপক্ষ এটা না কৃষ্ণপক্ষ
একটা চুমু খাবো ......
সেই প্রথম তুমি আমাকে তুমি বলে ডাকলে
এতটাই হচকে গেছিলাম, যে উত্তরটা আর দেয়া হয়নি .......
আমি তোমার চোখে খুজতাম নিজের ছবি
পড়তে চাইতাম মন আর
দেখতে চাইতাম তোমার মনের আয়নায়
প্রতিচ্ছবি পরে কিনা আমার ভালোবাসার
কিন্তু সামনে এসে দাঁড়ালেই তুমি বন্ধ করতে দু চোখ,
তাই তোমার চোখে আমার ছবি আমি কখনো খুঁজতেই পারিনি
আজ আমরা দুই ভিন গ্রহের বাসিন্দা
যাদের মধ্যে কাজ করে না কোনো টেলিফোন
কিংবা ম্যাসেন্জার, স্কাইপে বা ফেসবুক
কে জানে, হয়তো মৃত্যুও মানুষকে এতো দূরে সরায় না
তবুও আজও হঠাৎ ই আকাশের নীলে, সাগরের ঢেউ এ
বনের গভীরে বা বাতাসের ঘূর্ণিতে দেখি
তোমার সেই হাসি, আর অপেক্ষা করি, এইতো বলবে,
বলতো আজ শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ?
দুবনা, ০৩ আগস্ট ২০১৬