Wednesday, November 9, 2016

নির্বাচন ২০১৬

আলোময় দা লিখেছে "বানরের হাতে ডুগডুগি, নাচছে মানুষ" - কিন্তু ওয়াল স্ট্রীট, মিডিয়া - এরাই কি মানুষদের বানর বানিয়ে রেখেছিলো না এতদিন? ওই বানর বনে যাওয়া মানুষ আজ প্রতিবাদ করেছে, তাইতো হিলারীর পরাজয়
কই স্যান্ডার্সকে অন্যায় ভাবে তাড়ানোতে কেউ তো এত বিমর্ষ হলো না?
হ্যা খেলায় হার জিত আছে, হার জিত আছে সুষ্ঠ ও গণতান্ত্রিক নির্বাচনে - এটা থেকেও আমরা শিখতে পারি
হিলারীর পরাজয়ে আমাদের দীর্ঘ শ্বাস আবারও প্রমান করে আমাদের শিক্ষা-দীক্ষা-সংস্কৃতি পশ্চিমী্ ধ্যান-ধারণা আর মিডিয়া দিয়ে কতটা প্রভাবিত
জানি, আমেরিকা শুধু দেশ নয়, এটা সারা বিশ্ব, তার পরের ওদের দেশের প্রেসিডেন্ট প্রথমত ওদের নিজেদের জন্য
হিলারীকে না বলা, মানে আমেরিকান বর্তমান পলিসিকে না বলা, ইরাক, লিবিয়া, সিরিয়া আক্রমনকে না বলা - অন্তত একথা ভেবেও আসুন না আমেরিকান জনগনের রায় মেনে নেই
হিলারীকে যারা নারী বাদের প্রতীক ভাবেন, তেমন অনেক পুরুষরা হিলারীর কাছে নারীর থেকেও দুর্বল, হিলারী নারীবাদ নয়, অর্থ আর অস্ত্রের প্রতীক - তার কাজ এটাই প্রমান করেছে বার বার
পরিবর্তন আসে বড় ধরনের ঝাকুনি দিয়ে - সেটা বিপ্লবই হোক আর স্বাধীনতা সংগ্রামই হোক
যদি এই ফলাফল আমেরিকাকে একটু ভাবতে শেখায়, বদলাতে শেখায় - সেটাই হবে আমাদের জন্য বড় পাওয়া
দুবনা ০৯ নভেম্বর ২০১৬
ক্রিস্টিনার ছোট বেলায় আকা ছবি


No comments:

Post a Comment