Tuesday, November 8, 2016

একাত্তর

গণজাগরণ মঞ্চের সময় প্রায়ই বলতে শুনেছি একাত্তরের চেতনার কথা, কেউ কেউ শ্লোগান দিয়েছে "আরেকটা একাত্তর চাই"
এই যে সংখ্যালঘুদের উপর একের পর এক আক্রমন, এই যে তাদের ঘর, বাড়ি, মন্দির ধ্বংস, এই যে ধর্মীয় বা বিভিন্ন সংখ্যালঘুদের খুন, নারী ধর্ষণ, সাঁওতালদের বস্তি জ্বালিয়ে দেয়া - এসব কি একাত্তরের কথাই মনে পরিয়ে দেয় না?
এই একাত্তরই কি আমরা চেয়েছিলাম? চেতনাহীন একাত্তর?
দুবনা, ০৮ নভেম্বর ২০১৬



No comments:

Post a Comment