গণজাগরণ মঞ্চের সময় প্রায়ই বলতে শুনেছি একাত্তরের চেতনার কথা, কেউ কেউ শ্লোগান দিয়েছে "আরেকটা একাত্তর চাই"
এই যে সংখ্যালঘুদের উপর একের পর এক আক্রমন, এই যে তাদের ঘর, বাড়ি, মন্দির ধ্বংস, এই যে ধর্মীয় বা বিভিন্ন সংখ্যালঘুদের খুন, নারী ধর্ষণ, সাঁওতালদের বস্তি জ্বালিয়ে দেয়া - এসব কি একাত্তরের কথাই মনে পরিয়ে দেয় না?
No comments:
Post a Comment