ছোটবেলায় গল্প শুনেছি কোন এক দেশে কোত্থেকে যেনো এক রাক্ষস উড়ে এসে জুড়ে বসেছিলো. যাতে দেশটাকেই ধ্বংস করে না দেয়, তাই প্রজারা প্রতিদিন একজন করে লোক পাঠাতো রাক্ষসের কাছে ওর খাবার হিসেবে. আজ এরকম লক্ষ রাক্ষসে ভরে গেছে দেশ, বিভিন্ন নামে, বিভিন্ন দলের দলের পতাকা তলে. আর ওই দুর্গাভা প্রজাগুলি এদেশের বিভিন্ন প্রকার ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী. সময় এসেছে নিজে থেকেই ঠিক করার কার পর কে যাবে আপা-ভাই-ম্যাডাম-স্যারদের হাতে জমি, টাকা, ইজ্জত, মান এসব তুলে দিতে. এই না হলে আর ডিজিটাল বাংলা?
দুবনা, ১৪ নভেম্বর ২০১৬
No comments:
Post a Comment