আমি বরাবরই জানতাম সোভিয়েত ইউনিয়নে ভালো-মন্দ দুইই ছিলো . আর যেহেতু এই দেশটাকে পৃথিবীর বাইরের কিছু মনে করতাম না, এ নিয়ে কখনো মন খারাপ হলেও হতাশ হতাম না. তবে আমার কাছে মন্দের চেয়ে ভালো দিকটাই বেশী মনে হত . ইদানিং মন্দের দলে আরেকটা পংক্তি যোগ হলো . ভাবতাম মীরজাফর আমাদের একান্তই দেশী . এখন দেখছি সোভিয়েত শিক্ষা ব্যবস্থাও কিছু কিছু মীরজাফর জন্ম দিয়েছে .
দুবনা, ২২ নভেম্বর ২০১৬
No comments:
Post a Comment