Sunday, August 7, 2016

গোল্লাছুট




ভোর ৪.৩০ এ ঘুম ভেঙে গেলো কাদের যেন কলরবে। ব্যালকনি বেরিয়ে দেখি বিশাল নীলাকাশ ছাতার মতো আড়াল করে রেখেছে পৃথিবীকে, পাচ্ছে ভিজে না যায় সকালের উষ্ণ বৃষ্টিতে। আর ওই আকাশের বুকে কোলাহল করে গোল্লাছুট খেলছে এক দল পুচকি মেঘ। ওরাও টের পেয়ে গেছে কিছুক্ষন পর সূর্য্য উঠবে জেগে, উঠবে রেগে, গরমে ঘুরবে মাথা, গোল্লাছুটে পরবে হরেক বাঁধা। 

দুবনা, ০৭ আগস্ট ২০১৬

No comments:

Post a Comment