Friday, August 19, 2016
কোরবাণীর গরু
দুপুরে মাসুদ ফোন করলো। মাসুদ আমার ইয়ারমেটদের মধ্যে একমাত্র মস্কোবাসী যার সাথে আমার রেগুলার যোগাযোগ হয়, কখনো ফোনে, কখনো মস্কোয় কোনো সামাজিক অনুষ্ঠান থাকলে আগে থেকে কথা বলে দেখা করি। ওর পড়াশুনা মিসিতে। ছাত্রজীবনে যেতাম মাঝে মধ্যে - কল্লোল, আজাদ, মাসুদ - ওদের সাথে দেখা করতে। আমি দুবনা আসার পর যোগাযোগ একেবারেই ছিল না। তবে ২০১০ সল্ থেকে আবার নিয়মিত যোগাযোগ হয়। ২০১০ এর মে মাসে ও আমার এখানে বেড়াতে আসে দু দিনের জন্য, তখন থেকেই যোগাযোগ বেশ নিয়মিত - বলতে গেলে আমার ইয়ারমেটদের মধ্যে একমাত্র ওর সাথেই যোগাযোগটা টিকে আছে।
ওর ডাচা মস্কো থেকে দুবনা আসার পথে - সেটাও কারণ মাঝে মধ্যে গল্প করার। তা আজ ফোন করলে বললাম চলে যায়, ওর অজুহাত নানা রকম। ২০ শতক জায়গার ঘাস কাটতে হয়, আরো কত কি? তাই বললাম,
- তোকে একটা বুদ্ধি দেব?
- বল!
- একটা ছাগল কিনে ফেল। খামারের কাজ শুরু হলেই কিনে রাখিস, সারা গ্রীষ্ম ঘাস খাবে, তোর আর ঘাস কাটার ঝামেলা করতে হবে না। আর খামার বাড়ির কাজ শেষ হলে, মানে শরতে আমরা ওকে খাবো।
- বুদ্ধিটা ভালো, তবে আমার ছাগলে চলবে না, গরু কিনতে হবে। প্রচুর ঘাস।
- ওটাতো আরো ভালো। তাহলে তাই কেন। গ্রীষ্মের শেষে কোরবানীর ঈদ, তখন চড়া দামে বিক্রি করা যাবে।
যাকগে টেলিফোনে আড্ডাটা ভালোই হলো। আগামী শনিবার আমাদের একটা আলোচনা সভা আছে - "বাংলাদেশে জঙ্গীবাদের উত্থান ও করণীয়" শীর্ষক। আসতে বললাম। তাছাড়া তো দুবনা আছেই। এক সপ্তাহ ঠান্ডার পর গতকাল থেকে আবার গরম পড়লো। আজ আবারো ভোলগায় সাঁতার কাটলাম। মাসুদ এলে দুজনে মিলেই যাওয়া যাবে।
দুবনা, ১৯ আগস্ট ২০১৬
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment