Wednesday, August 24, 2016
আইনের উর্দ্ধে
২০১০ সালে আমরা যখন বাংলাদেশ প্রবাসী পরিষদ রাশিয়া অর্গানাইজ করি, আমাদের বলা হয়েছিল ঘোষণাপত্রে বঙ্গবন্ধুর নাম উল্ল্যেখ করার জন্য। আমাদের গঠনতন্ত্রে ১৯৭২ এর সংবিধানের কথা, মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে, বলা হয়েছে সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে, কিন্তু যেহেতু এটা গণ সংগঠন তাই ইচ্ছে করেই কারো নাম সেখানে বলা হয়নি। পরবর্তীতে এক কথোপকোনে আমি বলেছিলাম, "আচ্ছা যখন অন্য কোন দল ক্ষমতায় আসবে আর আমাদের তাদের নেতাদের নাম লিখতে বলবে ঘোষণাপত্রে, তখন আমরা কি করবো? বাহাত্তরের সংবিধান, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ - এটা বঙ্গবন্ধুর মানসপুত্র - এর চেয়ে বড় আর কি হতে পারে তার প্রতি শ্রদ্ধা জানানোর উপায়?" যখন বাংলাদেশে রাষ্ট্রীয় ধর্ম ছিল না, তখন ইসলাম নিয়ে কারো কোনো প্রশ্ন ছিল না, ইসলাম দেশের অধিকাংশ মানুষের ধর্ম হিসেবে শ্রদ্ধার আসনে ছিল, আর ইসলামকে যখন রাষ্ট্রধর্ম করা হলো, তখনই প্রশ্ন উঠলো অন্য ধর্মালম্বীদের সংবিধানে দেয়া সমান অধিকারের। আমার মনে হয় আইন করে বঙ্গবন্ধুকে কোনো আসনে বসানো হলে তাতে হিতে বিপরীত হবে। এই আইনের ফাঁক দিয়ে একদিন জিয়া এরশাদসহ অনেকেই ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু সব আইনের উর্দ্ধে। বঙ্গবন্ধু নিজের মহিমায় এদেশের মানুষের মনে স্থান করে নিয়েছেন, আইন করে আপনারা তাকে উপরে ওঠাতে পারবেন না, বরং এই এই মহান মানুষটাকে শুধু নিজেদের মতো সাধারণ মানুষের কাতারে নামাতে পারবেন। এটাই কি আপনাদের কাম্য?
দুবনা, ২৪ আগস্ট ২০১৬
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment