Friday, August 12, 2016

প্রশ্ন

গতকাল একটা নোট লিখেছিলাম রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে চলতি বিতর্ক নিয়ে।
 http://bijansahawhispers.blogspot.ru/2016/08/blog-post_12.html

কিছু কমেন্টের ভাষা এমন যে এ ব্যাপারে কথা বলা মানেই সরকারের বিরোধীতা করা। তাই মনে এই প্রশ্ন জাগলো -
আমরা কবে আর বড় হবো? কেন যে আমরা কোন কাজের সমালোচনাকে ব্যক্তিগত সমালোচনা হিসেবে নেই? অবস্থাটা এই, কেউ রামপুরে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরুদ্ধে বললেই সে বিরোধী দলে নাম লিখলো। কখন আমরা বুঝবো যে পৃথিবীটা সাদা-কালো নয়, এখানে আরো অনেক টোন আছে? নেতৃত্বের প্রতি, দলের প্রতি এই প্রশ্নাতীত সমর্থনই কি নেতৃত্বকে কোনো কোনো ক্ষেত্রে বিভ্রান্ত করছে না? আচ্ছা এর সাথে কি ইসলাম ধর্মের ধর্ম নিয়ে কোনো প্রশ্ন না করার সংস্কৃতি জড়িত?

দুবনা, ১৩ আগস্ট ২০১৬ 

No comments:

Post a Comment