Monday, August 29, 2016

দুর্বুদ্ধি


আমার কেন যেন মনে হয় রামপাল আরএসএস এর একটা প্রজেক্ট। বিশ্বাস হয়না? আচ্ছা বলেন তো ১৯৪৭ এর পর বাংলার মানুষ আর কখন এতবার রাম নাম নিয়েছে? তাই বলি, জায়গাটার নাম পাল্টে রসুলপুর করে দেন, দেখবেন তখন এই জায়গায় কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দাবিতে কত কোটি মানুষ আন্দোলনে নেমেছে। আরেকটা উপায় অবশ্য আছে। সুন্দর বনের নাম ধরুন শ্যামসুন্দর বন রাখা। তখন কিন্তু ওটা ধ্বংসের জন্য দেখবেন মানুষ একটা নয়, দুইটা নয়, পাঁচ পাঁচটা বিদ্যুৎ কেন্দ্র চাইবে।
দুবনা, ২৯ আগস্ট ২০১৬

No comments:

Post a Comment