Monday, August 29, 2016

রামপাল ও পরিবেশ নিয়ে কিছু ভাবনার অংশ বিশেষ



বাংলাদেশের রাজনীতি এখন রামপাল নিয়ে জমজমাট।  আমি ভবিষ্যৎ বক্তা নই , তবে কিছু কথা ফলে যেত বলেই মনে হয়

আজ বিএনপি রামপালের বিরুদ্ধে যে একহাজার চুয়ান্নটা যোক্তি দেখাচ্ছে, ওদের আমলে রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ওরা কম করে  এক হাজার পঞ্চান্নটা যুক্তি দাঁড় করতো রামপালের পক্ষে।

আওয়ামীলীগ আজ রামপালের পক্ষে দুহাজার নয়টা যুক্তি দেখাচ্ছে, বিরোধী দলে  থাকলে বিপক্ষে যুক্তি থাকতো কম করে হলেও দুহাজার দশটা।

সিপিবি আর অন্যান্য বামরা আজও  রামপালের বিপক্ষে সাড়ে সাতটা যুক্তি দেখাচ্ছে, বিএনপির আমলেও তাই দেখাতো। আমাদের সোভিয়েত  দেশে পড়াশুনা করা মানুষদের স্বপ্ন যেমন সেই অতীতে আটকে গেছে - সিপিবিও তেমনি আটকে গেছে হারানো দিনে - পরিবর্তনই একমাত্র সত্য এই সহজ সত্যটা  ভুলে গেছে তারা।

পুঁজিবাদী অর্থনীতি নয়, প্রগতি-শিল্পায়ন এসব প্রকৃতির পরিপন্থী।  দেশে দেশে শিল্পায়ন প্রকৃতিকে ধ্বংস করেছে, করছে। কাকে বিসর্জন দেব? শিল্প ছাড়া প্রগতির চাকা ঘুরবে না।  মনে হয়, দুকূল রক্ষা করার একটা উপায় - শিল্পপতিদের পরিবেশ কর দিতে বাধ্য করা, আর সরকারকে বাধ্য করা বাজেটের একটা অংশ পরিবেশ খাতে ব্যয় করতে।  



No comments:

Post a Comment