Saturday, August 27, 2016

রোবট

জাহীদ  নিকোলাই অস্ত্রোভস্কির "ইস্পাত" নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে।  ওটার উপর কমেন্ট করতে গিয়ে দেখি লেখাটা হাতির মতো ফুলে গেলো, তাই আলাদা করে লেখা।

সমস্যা যতটা না ইজমে  তার চেয়ে বেশি মানুষে।  আমরা ভক্তরাই কাউকে দেবতা বসাই আবার কাউকে পায়ের নিচে পিষে ফেলি।  এটা করি নিজেদের কায়েমী স্বার্থ আদায়ের জন্য।  লেনিনের এতো মূর্তি ছিল সোভিয়েত  দেশের আনাচে-কানাচে যে শিব বাদের কোনো হিন্দু দেবতাও তাতে ঈর্ষান্বিত হতো। লেনিন কি তা চেয়েছিলেন? না।  উনি এমন কি তার মরদেহ সমাধিস্ত করতে বলেছিলেন, কিন্তু আজও তা রেড স্কয়ারে। আমরা মানুষরাই আমাদের নেতা-নেত্রীকে দেবতার আসনে বসাই। আমাদের চাটুকারিতাই এক সময় নেতাদের তারা যে দেবতা সেটা বিশ্বাস করতে বাধ্য করে। এভাবেই হয়তো ধর্মের উত্থান - তা সে যে নামেই হোক।  ডগমা - এটাইতো ধর্মের মূল কথা।  আমি চারিদিকে শুধু ডগমাটিকদের দেখি আর ভাবি মানুষ একটা

দুবনা, ২৭ আগস্ট ২০১৬ 
রোবট, অধিকাংশ ক্ষেত্রেই অশিক্ষিত বা অর্ধ-শিক্ষিত ইঞ্জিনিয়ার দ্বারা নিয়ন্ত্রিত। 

No comments:

Post a Comment