Tarun Chakravorty
লিখেছে "সব ধর্ম এক- এ রকম সরলীকৃত মন্তব্য যাঁরা করেন তাঁরা ভুল করেন।
সত্য হল, সব ধর্ম একই পরিমাণে পরমত-সহিষ্ণুতা শিখায় না।" ওটা পড়ে মনে পড়ে
গেলো রাম কে আদালতে তলব করার ঘটনা - শুধু তাই নয়, কেন হিন্দু ধর্মে
বেদতাদের উপর এক হাত নেয়া যায় তার কথা|
হয়তো একটু সরলীকরণ হবে, তবুও লিখছি| রাম বা কৃষ্ণকে ভগবান ভাবা হয় | রাবন রামের সাথে লড়েছে, কংস কৃষ্ণকে হত্যা করতে চেয়েছে| অসুরেরা বার বার দুর্গার সাথে লড়েছে, দেবতারা তো হেরেই গেছে কত বার| এগুলো কি শেখায় জানো ? হ্যা, ভগবানের সাথেও যুদ্ধ করা যায়, তর্ক করা যায়, এমন কি শেষ পর্যন্ত মরে গেলেও| আরো একটা কথা, ভগবানের হাতে মরলে যত পাপীই হোকনা কেন, স্বর্গ লাভ হয়| এগুলো গল্প, তবে গল্পের নীতি তো ওখানেই - বিশ্বাস করার বা না করার অধিকার| শয়তানের কিন্তু সে অধিকার ছিলো না, একটা অপরাধেই চিরতরে নির্বাসন| সেদিক থেকে মহিসাষুর ভাগ্যবান, তার লড়াই করে প্রমান করার অধিকার ছিলো তার বিশ্বাসকে |
হয়তো একটু সরলীকরণ হবে, তবুও লিখছি| রাম বা কৃষ্ণকে ভগবান ভাবা হয় | রাবন রামের সাথে লড়েছে, কংস কৃষ্ণকে হত্যা করতে চেয়েছে| অসুরেরা বার বার দুর্গার সাথে লড়েছে, দেবতারা তো হেরেই গেছে কত বার| এগুলো কি শেখায় জানো ? হ্যা, ভগবানের সাথেও যুদ্ধ করা যায়, তর্ক করা যায়, এমন কি শেষ পর্যন্ত মরে গেলেও| আরো একটা কথা, ভগবানের হাতে মরলে যত পাপীই হোকনা কেন, স্বর্গ লাভ হয়| এগুলো গল্প, তবে গল্পের নীতি তো ওখানেই - বিশ্বাস করার বা না করার অধিকার| শয়তানের কিন্তু সে অধিকার ছিলো না, একটা অপরাধেই চিরতরে নির্বাসন| সেদিক থেকে মহিসাষুর ভাগ্যবান, তার লড়াই করে প্রমান করার অধিকার ছিলো তার বিশ্বাসকে |
No comments:
Post a Comment