Sunday, September 11, 2016

কোরবানী





অবস্থা দেখে মনে হয় আমাদের বন্ধুরা আমাদের সবাইকে বিবেকবর্জিত মনে করে, যারা নির্বিকারে কোন এক সুন্দর প্রাণীর ছবি দেখতে পারে আর মন খুলে খুশি হতে পারে এই ভেবে যে, সেই প্রিয় বন্ধু দুদিন পরে হাসিমুখে এই প্রাণীটিকে হত্যা করবে। না না, কোরবানী নিয়ে আমার কোনো সমস্যা নেই।  ছোট বেলায় ঈদের দিনে বন্ধুদের সাথে সারাদিন আনন্দ করা, মার্বেল খেলা - সে কি ভোলা যায়? তবে তখন এতো ছবি দিয়ে লোক দেখিয়ে কোরবানী হতো না।  আজ এক বন্ধুর (কমরেডের) টাইম লাইনে সুন্দর এক ষাঁড়ের ছবি দেখলাম সাথে তার দাম। তারা সুন্দরবনের বাঘের জন্য জীবন বাজী  রাখে, অথচ ছবি দিয়ে ঘোষণা করে নির্বিকারে নিরীহ প্রাণী হত্যা করে - কেমন যেন বেমানান মনে হয়। ঈদের আনন্দ বুঝি, কিন্তু হত্যার? আসুন না, আনন্দটা আমরা প্রকাশ্যেই করি, আর হত্যাটা গোপনে।    


মস্কো, ১১ সেপ্টেম্বর ২০১৬


No comments:

Post a Comment