Saturday, September 24, 2016

শক্তি আছে বুদ্ধির কি দরকার?


পররাষ্ট্রনীতি কতোটা কঠিন একটা বিষয় তার একটা উদাহরণ দিতে গিয়ে তরুণ (Tarun Chakravorty) লিখেছে "ক্লিনটন রোডজ্‌ স্কলারশিপ নিয়ে অক্সফোর্ডে পড়তে এসেছিলেন। তিনি প্রেসিডেন্ট হবার পর এক সাক্ষ্যাৎকারে বলেছিলেন, 'আমি অক্সফোর্ড গিয়ে তিন মাসে পররাষ্ট্রনীতি তথা আন্তর্জাতিক সম্পর্ক-এর উপর ১০০টা বই পড়ে শেষ করেছিলাম।'"
ওর লেখা পরে আমার নীচের কথাগুলো মনে হলো
রাশিয়ায় একটা কথা আছে, এক মাথা ভালো, তবে দুই মাথা আরও ভালো (এই অর্থে যে দুজনে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া যায়)
ইদানিং জোক করে বলা হয়, এক (শুধু বা খালি অর্থে) মাথা ভালো, তবে তাতে একটু ঘিলু থাকলে আরও ভালো।
এই লেখাটা শুনে বলতে ইচ্ছে করছে, বই পড়া ভালো, তবে বই পড়ে তার অর্থ উপলব্ধি করা আরও ভালো।
ক্লিনটন বই পড়েছে ঠিকই তবে যুগোশ্লাভিয়ায় বোমা হামলা দেখে মনে হয়, পররাষ্ট্রনীতিটা খুব একটা রপ্ত করতে পারে নি।
রাশিয়ায় আরো বলে, শক্তি আছে বুদ্ধির কি দরকার?
আমেরিকান প্রেসিডেন্টরা বুদ্ধি থাকলেও শক্তিই ব্যবহার করে।

মস্কো, ২৪ সেপ্টেম্বর ২০১৬



No comments:

Post a Comment