Sunday, September 11, 2016

সংখ্যালঘুদের রাজনীতি ও সাম্প্রদায়িকতা

লেখাটা ছিল ছিল এক বছর আগের "ন্যায্য অধিকার না পেলে সংখ্যালঘুরা নতুন রাজনৈতিক ধারা সৃষ্টি করবে" প্রতিবেদনের প্রেক্ষিতে, তবে এতো দিনে কোনো পরিবর্তন হয়নি, তাই আবারো পোস্ট করছি

এটা যতটা না সাম্প্রদায়িক রাজনীতি, তার চেয়ে বেশি অস্তিত্ব রক্ষার রাজনীতি। রাজনীতি সাম্প্রদায়িক যখন তা অন্য সম্প্রদায়ের মৌলিক অধিকারকে বঞ্চিত করার জন্য হয়, তবে সেটা যদি কোনো সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার আদায়ের জন্য হয় - তাকে শধু মাত্র কোনো সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছে বলে সাম্প্রদায়িক বলাটা ঠিক হবে না। মূলধারার রাজনীতি আর তাদের নেতারা যদি সংখ্যা লঘুদের (তা সে ধর্মীয় হোক আর মুক্ত চিন্তার হোক) জীবন অতিষ্ট করে না তুলত তাহলে এরকম একটা রাজনৈতিক ধারার দরকার ছিল না। আজ যদি সংখ্যা লঘু সম্প্রদায় এই অরাজকতার প্রতিবাদ না করে খুব শিগগির এদেশে আইন করে সংখ্যা লঘু হয়ে জন্ম নেয়াটা অপরাধ বলে ঘোষনা করা হলেও অবাক হবার কিছু থাকবে না।

 

No comments:

Post a Comment