Wednesday, October 5, 2016

রাবন

"শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই বঙ্গবন্ধু বাকশাল গঠন করেছিলেন।"- মুজাহিদুল ইসলাম সেলিম
লঙ্কায় গেলে কমবেশী সবাই (সব দল) রাবন হয়, তবে এর মাত্রা নির্ভর করে বিরোধী দলগুলোর শক্তির উপর। কোনো পার্টিকে বিলুপ্ত করে সমস্যার সমাধান হয় না, সমাধান হয় শক্তিশালী বিরোধী দল তৈরীর পরিবেশ সৃষ্টির মধ্যে দিয়ে। ক্রীড়া ক্ষেত্রে যেমন যোগ্য প্রতিদ্বন্দ্বী না থাকলে বিজয়ী দলের মানের অবনতি ঘটে, রাজনীতিতেও তাই। ওই বিচারে বঙ্গবন্ধু বাকশাল গঠন না করে যদি বিরোধী দলগুলোকে শক্তিশালী হবার সুযোগ করে দিতেন, পঁচাত্তরের পর স্বাধীনতাবিরোধী শক্তি ফাঁকা মাঠে গোল দিতে পারতো না, এমনকি সুষ্ঠ ও শক্তিশালী রাজনৈতিক পরিবেশের উপস্থিতিতে হয়তো পঁচাত্তরের ওই সামরিক অভ্যুত্থানই ঘটতো না।

দুবনা, ০৬ অক্টবর ২০১৬ 

No comments:

Post a Comment