ঘ
ঘরর
ঘেউ
গাব
ররররররররররর
ততি, তোসা চুপ কর।
কুকু
কিচ কিচ
মায়ের গলা শুনে তার কুকুর শাবকেরা ভোর সকালে কিচির মিচির করে উঠে পাখির মত
তুমি ওদের চুপ করতে বলতে পার না?
বারে, কুকুর তোমার আর শান্ত করব আমি। আমি কি পুলিশ নাকি?
পুলিশ কি না জানি না। তবে ওরা তোমাকে ভয় পায়। বল না ওদের চুপ করতে।
গঘঘঢডগঘততঢখঠুঊএঝদযঢঠফঢচঝদ
সব চুপ। কবরের নিস্তব্ধতা চারিদিকে।
কি বললে?
কি বললাম সেটা বড় কথা নয়। আসল কথা অবাক করা। এমন কিছু করা যা কেউ বুঝবে না অথচ এর পেছনে নিশ্চয়ই কোন গূঢ় তত্ত্ব আছে ভেবে মাথা ঘামাতে শুরু করবে।
তাতে কি?
তাতে আবার কি। তোমার বাছাধনেরা এখন অবাক হয়ে আমার বানীর মর্ম উদ্ধার করতে লেগে গেছে। দেখ না সবাই কেমন চুপ মেরে গেল। এখন কী বলার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কিভাবে বলা আর বলে সবাইকে ভাবিয়ে তোলা। দেখনা রাজনীতিবিদদের, যা খুশি তাই বলে আর জনগণ ভাবতে শুরু করে। যখন জনতা সেসব কথার মর্মোদ্ধারে ব্যস্ত ঠিক তখনই তারা সবচেয়ে জন বিরোধী আইনগুলো পাশ করিয়ে নেয়।
দুবনা, ১২ মার্চ ২০২০
No comments:
Post a Comment