রবীন্দ্রনাথকে ঘিরে আবার চলছে বাকযুদ্ধ। সোভিয়েত ইউনিয়নে লেনিনকে এক সময় চিরতা পাতার জলের মত খাওয়ানো হত। বাংলাদেশে এখন বঙ্গবন্ধুকে নিয়ে তেমনটা ঘটছে। ফলে এদের কেউ যতটা না বুকে ধারণ করে তার চেয়ে বেশি ব্যবহার করে উপরে ওঠার সিঁড়ি হিসেবে। অনেকেই শেলফ ভর্তি বই রাখেন পড়তে নয়, দেখাতে। রবীন্দ্র সঙ্গীত আজ মধ্যবিত্ত বাঙালির জাতে ওঠার এক সহজ কিন্তু মোক্ষম অস্ত্র। রবীন্দ্র চর্চা শুধু পড়ার ব্যাপার নয়, তাঁকে, তাঁর লেখায় প্রচ্ছন্ন ভাবে ছড়িয়ে থাকা ভাবনাকে ধারণ করার ব্যাপার। রবীন্দ্রনাথ আলো বাতাসের মত থাকবেন বাংলার আকাশে বাতাসে, আমরা কতটুকু সেটা গ্রহণ করতে পারব তার উপর নির্ভর করবে আমাদের মানসিক ও মানবিক বিকাশ।
দুবনা, ০৯ মার্চ ২০২০
No comments:
Post a Comment