"India wins freedom" বইয়ে মৌলানা আবুল কালাম আজাদ কোরান সম্পর্কে বলতে গিয়ে লিখেছেন "সমস্যা হল, মানুষ কোরানে যা লেখা আছে তা তো পড়েই, যা লেখা নেই তাও পড়ে।" এর অর্থ হল, যেকোনো লেখা পড়ে মানুষ শুধু লেখকের মেসেজটাই পড়ে না, এর বাইরেও অনেক কিছু পড়ে বা লেখাটা নিজের মত করে ইন্টারপ্রেট করে। এসব অবশ্য ভালো লেখার ক্ষেত্রে প্রযোজ্য। যে লেখা অন্যকে ভাবাতে শেখায় সেটাই কালজয়ী লেখা, সেই লেখক কালোত্তীর্ণ।
আমার ব্যাপারটা অবশ্য ভিন্ন। আমি যাই লিখি, সেটা নিজের অভিজ্ঞতা থেকে লিখি। নিজের অভিজ্ঞতা নিজের সাব্জেক্টিভ দৃষ্টিভঙ্গির বিবেচনায় নিয়ে লিখি। তবে যাই লিখি সেটা কিন্তু অভিজ্ঞতার one to one correspondence নয়। এটা আর যাই হোক ডাইরি নয়। এটা বাস্তব আর কল্পনার লুকোচুরি। কিন্তু আমার অনেক বন্ধুই লেখাগুলোকে আমার ডাইরি হিসেবে নেন এবং সেই বিবেচনায় কমেন্ট করেন যা অনেক ক্ষেত্রেই আমার জন্য বিব্রতকর হয়ে দাঁড়ায়। লেখাকে লেখা হিসেবেই নিন, এটা জীবনের গল্প, জীবন নয়।
No comments:
Post a Comment