Monday, March 23, 2020
ফিরে দেখা
ছাত্র জীবনে চতুর্থ বর্ষ পর্যন্ত কোনদিন ক্লাস ফাঁকি দেইনি। এমনকি অসুখ হলেও না। এটা শুধু যে লেখাপড়ার প্রতি ভালোবাসা তাই নয়, সবাই যখন ক্লাসে হোস্টেলে তখন একা একা কিভাবে সময় কাটবে সেই সমস্যার সমাধান হাতে না থাকার কারণেও। একবার অসুখের কারণে কয়েক দিন ঘরে বসে বুঝলাম ব্যাপারটা তত পানসে নয়।
দুবনা আছি অথচ অফিসে ঢুঁ মারছি না সেটাও ছিল কল্পনার বাইরে। এখন দিব্যি সময় কাটছে। তবে.....
আচ্ছা আমাদের সরকারগুলো যদি এমন না হত, কিছু লোক যদি ঘুষখোর না হত অথবা জোচ্চোর, আমি কার সমালোচনা করে এখন সময় কাটাতাম? কিছু লোক অবশ্য সারা জীবন কারো প্রশংসা করে আমি যাকে বলি তেল মেরে দিব্যি সময় কাটায়। আমি পারি না।
হাতে এখন প্রচুর সময় দূরবীনটা অন্যদের দিক থেকে ঘুরিয়ে নিজের দিকে তাক করানোর। আত্মসমালোচনা না থাকলে পরের সমালোচনা পরনিন্দা, পরচর্চায় পরিনত হয়।
মস্কো, ২৩ মার্চ ২০২০
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment