Friday, March 13, 2020

রাজনীতির ফাঁকফোকরে

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দিল্লী এখন শান্ত। অথবা আমি অশান্তির খবর পাচ্ছি না। আমার এসব খবরের মূল উৎস ফেসবুক। যখনই ফেসবুকে ঝড় উঠে বুঝি সেটা সমাজ বা দেশের ঝড়েরই প্রতিফলন।

দিল্লীর ঘটনায় ভারতে কেউ লাভবান হয়েছে কিনা জানি না তবে বাংলাদেশ সরকার দিল্লীর ঘোলা জলে মাছ খুব খারাপ ধরেনি। অনেকটা চুপিসারেই বিদ্যুতের মূল্য বাড়িয়েছে। এ যেন এক বাড়িতে আগুন লাগার সুযোগ নিয়ে পাশের বাড়িতে চুরি করা। এটা আমাদের সরকারকে ভবিষ্যতে জন বিরোধী বিল পাশের পথের সন্ধান দেবে।

অল্প খরচে জনবিরোধী বিল পাশের একটা কার্যকরী উপায় হচ্ছে বিএসএফএর কোন জোয়ানকে ঘুষ দিয়ে সীমান্তে কাউকে খুন করানো। তখন সবাই নিজেদের জীবনের প্রতিদিনের সমস্যা ভুলে বিএসএফ আর ভারতের শ্রাদ্ধে ব্যস্ত থাকবে আর সরকারও এই সুযোগে জিনিস পত্রের মূল্য বৃদ্ধি করবে।

কথায় আছে দেশপ্রেমের জন্য উচ্চ মূল্য দিতে হয়।

দুবনা, ১৩ মার্চ ২০২০

No comments:

Post a Comment