আমার মনে হয় গেরুয়া বাহিনী কেন গরুকে দেবতা মনে করে সেই উত্তর পেয়েছি। স্কুলে গরুর রচনা লিখতাম। গরু শান্তিপ্রিয় প্রানী। সে দুধ দেয়, মাংস দেয়, চাষাবাদে সাহায্য করে। গরুর গোবর সার হিসেবে ব্যবহৃত হয়। এক কথায় গরু মঙ্গলের প্রতিমূর্তি। আর গেরুয়াদের দিকে তাকান। এরা দাঙ্গা লাগায়, অশান্তি আনে, জনজীবন অতিষ্ঠ করে তোলে - এক কথায় অমঙ্গলের প্রতীক। এই দানবের কাছে গরু দেবতা হবে না তো কে হবে?
দুবনা, ০১ মার্চ ২০২০
No comments:
Post a Comment