চারিদিকে সবাই খাবার দাবার কিনে ঘর বোঝাই করছে। তাই বউ বলল
ঘরে তেমন চাল বা গ্রেচকা নেই। যাবে কিনতে?
কেন? করোনার হাতে মরার থেকে না খেয়ে মরা অনেক ভালো। অন্তত তাতে বিদ্রোহের স্বাদ থাকবে।
এইমাত্র ফোন এলো বউএর। বাইরে ঘুরতে গেছিল।
আমাকে ট্যাক্সি ডেকে দাও। ব্যাগটা বেশ ভারী।
লোকজন সবাই খেয়ে-দেয়ে করোনার জন্য লেপের মুড়ি দিয়ে অপেক্ষা করতে চায় কেন সেটাই বুঝলাম না। যতসব!
অবশ্য দুপুরে বউ কুকুরদের জন্যে ৫০ কেজি খাবার বুকিং দিল। এমতাবস্থায় নিজেদের খাবার না থাকলে কুকুরেরা লজ্জা পেতে পারে। সেটাও ভাবার বিষয়।
দুবনা, ১৮ মার্চ ২০২০
No comments:
Post a Comment