Saturday, March 28, 2020

তাবু

ছাত্র জীবনে একটা জোক চালু ছিল।

এক রাশান ছেলে বেড়াতে গেছে পাকিস্তান। হঠাৎ বৃষ্টি। কি করা? তাকিয়ে দেখে চারিদিকে শত শত তাবু হাঁটাচলা করছে। ও তো ভীষণ অবাক! কত উন্নত দেশ। এমনকি তাবুও চলাফেরা করে! কী করা? ভাবল অমন এক তাবুতে আশ্রয় নেবে। কিন্তু যে তাবুতেই ঢুকতে যায়, ভেতর থেকে কেউ বলে অকুপাইড। ও যখন দেশে ফিরে পাকিস্তানী বন্ধুদের কাছে তাবুর গল্প করছে সবাই তো হেসে খুন। আসলে ওগুলো ছিল বোরকা পরা মেয়ে।

এখন আমরা গৃহবন্দী। আমাদের ঘর থেকে বাইরে যাওয়ার অনুমতি নেই, কিন্তু ঘরের তো আর ঘরে বসে থাকার আদেশ নেই। বসে থাকতে থাকতে যাদের হাড্ডিতে জং পড়ে যাচ্ছে তারা চলমান তাবুর কথা ভেবে দেখতে পারেন।

দুবনা, ২৮ মার্চ ২০২০

No comments:

Post a Comment