Monday, March 9, 2020

বর্ণাশ্রম

 আমরা কথায় কথায় বর্ণাশ্রম প্রথার নিন্দা করি, এ জন্যে হিন্দুদের বিশেষ করে ব্রাহ্মণদের পিণ্ডি চটকাই। কিন্তু আমরা নিজেরা কি এর ঊর্ধ্বে?

জাতি ধর্ম নির্বিশেষে আমাদের লোকজন বাপ, দাদা, মামা, চাচার পরিচয়ে পরিচিত হতে চায়, সেই পরিচয়ে চাকরি বাকরি পেতে চায়। এমন কি কোন নেতা যদি আপনার বাবার ফুপাতো বোনের খালার ননদের জায়ের তালতো ভাইয়ের মামাতো বোনের হবু বরের দুলাভাইও হয়, আমরা সেই সম্পর্ক ধরে সমাজে আমাদের অবস্থান নির্ণয় করতে চাই। ওটাকে ব্যবহার করে আমরা চাকরি খুঁজি, ব্যাংক লোণ নিই, দেশ বিদেশে ঘুরে বেড়াই। এভাবে কখন যে আমরা নিজেদের অজান্তেই ঘৃণিত বর্ণাশ্রম প্রথার জালে নিজেদের জড়িয়ে ফেলি, সেটা বুঝতেই পারি না।

দুবনা, ১০ মার্চ ২০২০

No comments:

Post a Comment