আশির দশকে যখন এইডস এর আবির্ভাব ঘটে সোভিয়েত ইউনিয়নে তখন বিভিন্ন রকম জোকের জন্ম হয়। রুশ ভাষায় এইডসকে বলে স্পিদ spid. যেহেতু রোগের আগমন ঘটে বিদেশ থেকে তাই অনেকে জোক করে একে বলত স্ক্রোমনি পাদারক ইনাস্ত্রাননোগো দ্রুগা বা বিদেশী বন্ধুর বিনীত উপহার। কেউ আবার বলত সাখার পেসোক ই দ্রাঝে মানে গুড়া চিনি আর জেলি বিন। এ দুটো ছিল ঘরে সামাগন বা মদ তৈরির উপকরণ। এখন দেখছি করোনা নিয়ে সেরকম ঘটনা। কেউ বলছে কোরান, রোজা, নামাজ। কেউ বলে কর রাম নাম। ভাইরাস রূপ বদলায়। মানুষ বদলায় না।
দুবনা, ২০ মার্চ ২০২০
No comments:
Post a Comment