অফিসে এসে শুনলাম ইন্সটিটিউট ৩১ মে পর্যন্ত কারেন্টেইনে। আমি সামারে যখন ছুটিতে যাই, তখনও কাজে আসি। অফিস তো বাসা। অফিসে না এলে খাবার হজম হয় না। ভেবে পাচ্ছি না কি করে সময় কাটবে। আমরা যারা তাত্ত্বিক পদার্থবিদ্যায় কাজ করি, তাদের মধ্যে একটা কথা চালু আছে "আমরা অফিসে আসি রেস্ট নিতে।" যেহেতু আমাদের কাজ মূলত চিন্তা করা আর লেখালেখি করা, বাড়ির লোকজন ভাবে আমরা আসলে কিছুই করছি না। ফলে এই বাজার করা, এই রান্না করা, এই বাচ্চাদের নিয়ে ঘোরা - এসব কাজ করায়। অফিসে সে ঝামেলা নেই। কম্পিউটারের সামনে বসে থাকত আর ভাব যত খুশি। ভাবতেই থাক, ভাবতেই থাক ...। আমার সুপারভাইজার বলতেন "ভাব বিজন ভাব..."
No comments:
Post a Comment