এক বন্ধু বাসায় বেড়াতে এসে বেডের সাথে কম্পিউটার দেখে বললো
- তুই কাজ করিস কোথায়?
- এখানে, বিছানায় শুয়ে।
- আলসেমি?
- না, প্র্যাগ্মাটিজম।
- মানে?
- তুই মরলে কি করবে?
- কফিনে শুইয়ে সমাধিস্থ করবে।
- মানে মরার পর তুই সারা জীবন শুয়ে থাকবি। আর আমি মরলে পুড়িয়ে ফেলবে। আমার
শরীরের সমস্ত ইলেক্ট্রন প্রোটন মহাবিশ্বের প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াবে।
তাই আমি শুয়ে থাকার ল্যাঠাটা আগে থেকেই চুকিয়ে রাখছি।
No comments:
Post a Comment